পরীমনির স্বামীর নাম কি | Pori Moni & Sariful Razz. ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তার স্বামীর নাম শরিফুল রাজ (Sariful Razz), পরীমনি ও শরিফুল রাজের (Pori Moni & Sariful Razz) একটি পুত্র সন্তান আছে। তাদের সন্তানের নাম রেখেছেন শাহীম মুহম্মদ রাজ্য। রাজ্য তার ডাক নাম। বাবার নামের সঙ্গে মিলিয়েই যে ছেলের এই নামকরণ তা আন্দাজ করাই যায়। এর আগেই শরীফুল জানিয়েছিলেন ছেলে হলে নাম রাখবেন ‘রাজ্য’। ছেলে জন্মাবার পরেও হয়েছেও তেমনটাই। পরীমনির পূর্ণনাম শামসুন্নাহার পরীমনি।
কাজী নজরুলের প্রেমের কবিতা | Kabi Kazi Nazrul Islam
নাম | শামসুন্নাহার স্মৃতি |
জন্ম | ১৫ ডিসেম্বর ১৯৯২ |
জন্মস্থান | সাতক্ষীরা, খুলনা, বাংলাদেশ |
পরিচিত | পরীমনি |
সন্তানের নাম | শাহীম মুহম্মদ রাজ্য |
পেশা | মডেল / অভিনেত্রী |
প্রথম স্বামী | ইসমাইল হোসেন (বি. ২০১০; বিচ্ছেদ. ২০১২) |
দ্বিতীয় স্বামী | ফেরদৌস কবীর সৌরভ (বি. ২০১২)[ |
তৃতীয় স্বামী | তামিম হাসান (বি. ২০১৯; বিচ্ছেদ. ২০২০) |
বর্তমান স্বামী | শরিফুল রাজ (বি. ২০২১)[ |